বুধবার, ৩ মে, ২০১৭

প্রধানমন্ত্রী স্বাক্ষর জাল করে মুক্তিযোদ্ধা সনদ বিক্রির অভিযোগ

খাগড়াছড়ির মাটিরাংগায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে মুক্তিযোদ্ধা সনদ বিক্রি করছে একটি প্রতারক চক্র। প্রতারক চক্রের মূলহোতা আবুল হাসেম ও তার ভাতিজা হারুন মিয়া প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে চক্রটির প্রতারণার ফাঁদে পরে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে সুবিচার পাওয়ার আশায় খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছে ভোক্তভোগী জনৈক সিরাজুল ইসলাম। মাটিরাংগা উপজেলার থানাটিলা গ্রামের মো. মোহর আলীর পুত্র সিরাজুল ইসলাম তার লিখিত অভিযোগে বলেন, আমার পিতা মো, মোহর আলী, পিতা-মৃত- সুরত আলী, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি শেখ ফজলুল হক মনির নেতৃত্বে বিগত ১৮ এপ্রিল ১৯৭১ সাল হতে ১২ মে ১৯৭১ ইং তারিখ পর্যন্ত স্থানীয় ভাবে গেরিলা প্রশিক্ষণ নিয়ে শত্রুর বিরুদ্ধে ঝাপিয়ে পরেন এবং ব্রাম্মনবাড়িয়া পূর্ব অঞ্চল ও মজলিশপুর বিশ্বরোড এলাকায় ভিন্ন ভিন্ন শত্রুর স্থাপনায় আক্রমন করেন এবং ব্রাম্মনবাড়িয়া শহর শত্রুমুক্ত হওয়া পর্যন্ত অপারেশন অব্যাহত রাখেন। তার বর্তমান বয়স ৬৩ বছর। মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশ গেজেটে অন্তর্ভূক্ত হওয়ার জন্য মাটিরাংগা পৌর এলাকায় বসবাসরত মুক্তিযোদ্ধা আবুল হাশেম তার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে বিগত ২০০০ সালের ৯ জুলাই তারিখে প্রধানমন্ত্রীর স্বক্ষরযুক্ত সনদ পত্র নং- ২৮৫০২ প্রদান করেন। পরবর্তীতে সনদ পত্রটি মুক্তিযোদ্ধা ভাতা পাওয়া ও নানা প্রয়োজনে সরকারি অফিস আদালতে প্রদান করা হলে সনদটি জাল বলে ফেরত প্রদান করে। জানাযায় আবুল হাসেম নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছে। তার অপকর্মের সাথে তারই ভাতিজা মো. হারুন মিয়া জড়িত রয়েছে বলে জানা গেছে।

এই বিষয়ে অভিযোগকারী মো. সিরাজুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, সুবিচার চেয়ে আজ মঙ্গলবার খাগড়াছড়ি পুলিশ সুপারের নিকট অভিযোগ দাখিল করলে তিনি অভিযোগটি গ্রহন করার জন্য মাটিরাংগা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখে দেন । আমি মাটিরাংগা থানায় পুলিশ সুপারের স্বাক্ষরযুক্ত কাগজ পত্র প্রদান করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহদাত হোসেন টিটু তার নিকট উপর মহল থেকে ২০/২২ টি ফোন এসেছে বলে অভিযোগ গ্রহণ না করে ফেরত প্রদান করে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, খাগড়াছড়ি জেলা ইউনিট কমান্ডের কমান্ডার ও খাগড়াছড়ি  মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি মো. রইস উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে টাকার বিনিময়ে সনদ দেয়ার বিষয়ে  আবুল হাসেম এর বিরুদ্ধে সিরাজুল ইসলাম লিখিত অভিযোগ করেছে। তার অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে চিঠি পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মুক্তিযোদ্ধা বানানোর নাম করে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। তিনি প্রতারক চক্রটির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনুরোধ জানান।

পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]