বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

দেশত্যাগ করে মুসলিম অত্যাচারের গল্প ফাঁদেন সংখ্যালঘু হিন্দুরা-ভারতীয় এক্টিভিস্টের দাবী

''ভবিষ্যতের কথা ভেবে বা আশঙ্কায় হিন্দুরা বাংলাদেশ ত্যাগ করে ভারতে আসেন --- এটাই সত্য। ঘর জ্বালিয়ে দেওয়ায়, কোপ খেয়ে বা ধর্ষিত হয়ে হিন্দুরা বাংলাদেশ ত্যাগ করেন, এটা স্বাভাবিক ঘটনা নয়, হলে ব্যতিক্রম। তবে হিন্দুদের এই ভয়টা অনেকটাই ভূতের ভয়ের মতো, অবাস্তব। তবে দেশ ত্যাগ করে এসে সহানুভূতি কুড়োতে বা দেশত্যাগ করার কাজটি জাস্টিফাই করতে অধিকাংশ মানুষ মুসলিম অত্যাচারের গল্প ফাঁদেন। ওদেশে প্রিন্সিপাল হিসাবে কাজ করে, অধ্যাপক, শিক্ষক বা চাকুরী জীবন শেষে মোটা অংকের টাকা গ্যাটে বেঁধে ভারতে পাচার করে, ভারতে বসে মুসলিম অত্যাচারের গল্প করেন, এটাই স্বাভাবিক চিত্র। ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত যা চলছে, তা এই। বাংলাদেশের মানুষ ও সরকার সে দেশের হিন্দুদের এই চরিত্র জানে ও সহ্য করে। হিন্দুরা সংখ্যার অনুপাতে সে দেশে বেশি চাকরি করেন, অধিকাংশ শিক্ষিত ও বর্ণহিন্দুরা দেশ ছাড়ার পরও এই অবস্থা, তাই প্রশাসনের তেমন কোনো পক্ষপাত বলা যায় না। কাগজে দেখলাম বার্মায় কয়েক হাজার রোহিঙ্গার সাথে ৮৬ জন হিন্দুকেও খুন করা হয়েছে। ১৯৭১ সালের পর থেকে বাংলাদেশে ১৬ জন হিন্দুকে খুন করার তথ্য কেউ দিতে পারবেন? ভারতে কিন্তু এই সময়কালে ১৬০০০ মুসলমানকে এবং আরো বেশি দলিতকে খুন করার তথ্য আছে।'' (১)


উপরোক্ত বক্তব্যটি সুক্রিতি রঞ্জন বিশ্বাসের, যিনি পশ্চিমবঙ্গের অধিবাসী ও দলিত অধিকার আন্দলনের একজন এক্টিভিস্ট। তিনি কিছু দিন আগে বাংলাদেশ ঘুরে গিয়ে পর্যবেক্ষণে লিখেন 'বাংলাদেশী হিন্দুদের বেশিরভাগ মুসলমান বিদ্বেষী'(২)

তাঁর উপরোক্ত কথায় হয়ত অনেকে বলতে পারেন অতি সরলীকরণ করা হয়েছে। কিন্তু তিনি যে অবাস্তব কথা বলেছেন এমন নয়। আমরা বাংলাদেশের হিন্দুদের বিভিন্ন দাবী ও অভিযোগগুলো রেফারেন্সের ভিত্তিতে অধ্যয়ন করে দেখতে চেয়েছি। সেই বিষয়গুলো জানতে পারেন এই নোট থেকে, https://goo.gl/BHCmWn. তবে ১৬ জন হিন্দু খুন হয়নি কথাটা হয়ত সঠিক নয়। তিনি যদি বলতেন ধর্মীয় বা রাজনৈতিক কারণে খুন হয়নি তাহলে হয়ত যথার্থ হত।
নোটঃ
(১) Sukriti Ranjan Biswas, ফেইসবুক পোষ্ট, ১৫ সেপ্টেম্বর ২০১৭, 
(২) দেখুন; বাংলাদেশী হিন্দুদের বেশিরভাগ মুসলমান বিদ্বেষী-ভারতীয় এক্টিভিস্টের পর্যবেক্ষণ,
https://www.facebook.com/muldharabd/photos/a.1034347426628580.1073741828.1030910963638893/1600703373326313/?type=3&theater

পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]