যারা পার্বত্য চট্টগ্রামকে তাদের কথিত রাষ্ট্র জুম্মল্যান্ড করতে চায় তাদের মুখ থেকেই শুনুন পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সেই উপজাতিদের ইতিহাস। চাকমারা ইতিহাসগত, সংস্কৃতিগত, ভাষাগত এবং জন্মসূত্রে ভারতীয়। বলেছেন পার্বত্য চট্টগ্রামের কথিত জুম্মল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী দাবিদার অস্ত্রব্যবসায়ী কুরুনালংকর ভান্তে। উপজাতিদের জুম্মল্যান্ড নামক সিক্রেট গ্রুপে নিখিল চাকমা নামে আরো একজন লিখেছেন, বি: দ্র: গ্রুপের বাইরে এই পোষ্ট (মূল্যায়নটি) শেয়ার করবেন না। Chakmas: The Original Citizens of India - এই পোষ্টটির উপর সংক্ষিপ্ত মূল্যায়ন ১. এই পোষ্ট এমন সময়ে লেখা হয়েছে যখন মিয়ানমারে 'রহিঙ্গা' মুসলমান ইস্যু বিশ্বকে অবাক করে তুলে এবং অরুনাচলের চাকমা ভাই-বোনদের উপর নির্যাতন চলে এবং তাদের ভারতীয় নাগরিকতা নিয়ে ভারতে প্রশ্ন-বিতর্ক শুরু হয় (স্থান - কাল-পাত্রের গুরুত্ব বিবেচনা করে)। ২. টার্গেট পাঠক - বিশ্বব্যাপী বুদ্ধিজীবি বিশেষ করে ভারতীয় নাগরিক ও বিশ্ব-বৌদ্ধ সম্প্রদায়।
৩. পোষ্টটি এখন পর্যন্ত (পরে বেশী হতে পারে) প্রায় ১ লক্ষ ১৫ হাজার পাঠক পড়েছেন। প্রায় ১৩ হাজার লাইক (চাকমাদের খুব কম!), ৪০০ কমেন্ট (চাকমাদের কোন কমেন্ট নেই বললেই চলে!), ৩০০ শেয়ার। ৪. এই পোষ্টটি চাকমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ভারতবর্ষে ইসলাম ধর্মের রক্তাক্ত ইতিহাস বিশ্বের সামনে তুলে ধরে; চাকমারা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে নির্যাতিত জাতিদের মধ্যে একটি তা দেখিয়ে দেয়; চাকমারা যে মূল ভারতীয় (বাংলাদেশী অবৈধ চাকমা সেটলার ) তা প্রমাণ করে দেয় এবং তাদের বিরোধী ও সমালোচকদের মুখ বন্ধ করে দেয় ইত্যাদি। ৫. এই পোষ্টটির সহায়ক (back up) ও পরিপূরক (supplementary) পোষ্ট হল Kaptai Dam: "Tear of Chittagong Hill Tracts and Chakma Exodus. ৬. এই পোষ্টটির পেছনে খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা (নিজের ব্যক্তিগত পকেট থেকে)। আর পরিশ্রম? তা পরিমাপ করা যায়না। বি: দ্র: গ্রুপের বাইরে এই পোষ্ট (মূল্যায়নটি) শেয়ার করবেন না।
৩. পোষ্টটি এখন পর্যন্ত (পরে বেশী হতে পারে) প্রায় ১ লক্ষ ১৫ হাজার পাঠক পড়েছেন। প্রায় ১৩ হাজার লাইক (চাকমাদের খুব কম!), ৪০০ কমেন্ট (চাকমাদের কোন কমেন্ট নেই বললেই চলে!), ৩০০ শেয়ার। ৪. এই পোষ্টটি চাকমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ভারতবর্ষে ইসলাম ধর্মের রক্তাক্ত ইতিহাস বিশ্বের সামনে তুলে ধরে; চাকমারা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে নির্যাতিত জাতিদের মধ্যে একটি তা দেখিয়ে দেয়; চাকমারা যে মূল ভারতীয় (বাংলাদেশী অবৈধ চাকমা সেটলার ) তা প্রমাণ করে দেয় এবং তাদের বিরোধী ও সমালোচকদের মুখ বন্ধ করে দেয় ইত্যাদি। ৫. এই পোষ্টটির সহায়ক (back up) ও পরিপূরক (supplementary) পোষ্ট হল Kaptai Dam: "Tear of Chittagong Hill Tracts and Chakma Exodus. ৬. এই পোষ্টটির পেছনে খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা (নিজের ব্যক্তিগত পকেট থেকে)। আর পরিশ্রম? তা পরিমাপ করা যায়না। বি: দ্র: গ্রুপের বাইরে এই পোষ্ট (মূল্যায়নটি) শেয়ার করবেন না।
জুম্মল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী দাবিদার Monogeet Jumma ওরফে করুণালংকর ভান্তে তার ব্যাক্তিগত টাইম লাইনে (দৈনিক পাহাড়ের খবর) নিয়ে এমন একটি পুস্ট দিয়ে সবার নিকট হাসির পাত্র ছাড়া আর কিছু হয়নি।দৈনিক পাহাড়ের খবর যদি সেনাবাহিনী এবং ডিজএফআই পরিচালিত হত তাহলে সবার আগে তোর মত বৌদ্ধ ভান্তে কুলাংগারকে শেষ করত। তোদের অস্ত্রের গোডাওন বিহার গুলোতে অভিযান পরিচালনা করত। কিন্তু দুঃখের বিষয় আমাদের সেনাবাহিনী সকাল বিকাল তোর বাপ বিনা ভোটে প্রতিমন্ত্রীর মর্যাদায় থাকা শন্তুলারমাকে সিলুট দেয়। আমি হলে সিলুট দেয়া থাক দুরের কথা কত আগে তোর মত দেশেদ্রোহীকে শেষ করতাম।
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:
· পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা
· পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস
[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]