মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

বাঙ্গালীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তিঃ পার্বত্য বাঙ্গালীদের প্রতি প্রশাসন কর্তৃক উদ্দেশ্য প্রণীত ভাবে গণতান্ত্রিক অধিকার খর্ব করার তীব্র নিন্দা এবং প্রতীবাদ জানিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। অদ্য ১০/১০/২০১৭ ইং,পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এর পক্ষ হতে রাঙ্গামাটি জেলার,বাঘাইছড়ি কাচালং ডিগ্রি কলেজে নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে পূর্ব-প্রশাসনিক অনুমতি থাকলেও নিরাপত্তার ওজুহাত দেখিয়ে উদ্দেশ্যপ্রণীত ভাবে আজকে অনুষ্ঠিতব্য নবীন বরন অনুষ্ঠানটি পুলিশি বাধা প্রদান করে স্থগিত করতে বাধ্য করে। চলতি মাসের ৬ তারিখ রাঙ্গামাটি জেলায় পূর্বঘোষিত সাংগঠনিক কর্মসুচি হিসেবে অনুষ্ঠিতব্য পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা কাউন্সিল নিরাপত্তার ওজুহাত দেখিয়ে একই কায়দায় তা স্থগিত করতে বাধ্য করে। অন্যদিকে,উপজাতীয় সন্ত্রাসী সংগঠন সমূহ প্রশাসনের নাকের ডগায় বসে দেশদ্রোহী বিভিন্ন কর্মসুচি পালন অব্যাহত রাখলেও এসব কর্মসুচি পালনে প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করছে।

প্রশাসনের এহেন অপ্রত্যাশিত বৈষম্যমূলক ও দ্বিমুখী আচারনের ফলে বৃহৎ পার্বত্য বাঙ্গালীদের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহের জন্ম দিচ্ছে। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ,পার্বত্য বাঙ্গালীদের সাথে প্রশাসনের এমন দ্বিমুখী বৈষম্যমূলক আচারন ও উদ্দেশ্যপ্রণীত ভাবে বাঙ্গালীর গণতান্ত্রিক অধিকার খর্ব করার তীব্র নিন্দা এবং প্রতীবাদ জানাচ্ছে। ভবিষ্যতে প্রশাসনের এমন দ্বিমুখী ও বৈষম্যমূলক আচারন অব্যাহত থাকলে পিবিসিপি হরতাল/অবরোধ সহ-কঠিন কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে।


পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]