মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭

পিস্তলসহ চাকমা জঙ্গি সন্ত্রাসী গ্রেপ্তার

মহানগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে সুহৃদ চাকমা(৪৬) নামে এক সন্ত্রাসীকে অত্যাধুনিক পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে। সুহৃদ চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার লালমোহন পাড়ার মোহন চাকমার ছেলে। সে পাহাড়ে অস্ত্রধারী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র  সাথে জড়িত বলে ধারণা করছে পুলিশ।  পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভুইয়া জানান, সৃহৃদ চাকমার কাছ থেকে উদ্ধারকৃত পিস্তলটি আমেরিকার তৈরি। পিস্তলটির দুটি ম্যাগজিন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র বেচা-কেনার কথা স্বীকার করেন। তবে ধারণা করা হচ্ছে তিনি পার্বত্য জেলার পাহাড়ি সংগঠনগুলোর কোনো একটির সাথে জড়িত আছেন।

ওসি আবুল কাসেম ভুঁইয়া জানান, সোমবার দিনগত রাতে নিয়মিত টহলের সময় পতেঙ্গা বিমানবন্দর সড়কের ১৫ নম্বর ঘাট এলাকায় পুলিশের বিশেষ তল্লাশি অভিযান চলছিল। সেখানে পুলিশ দেখে সুহৃদ চাকমা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে। পরে তার প্যান্টের পকেট থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে পতেঙ্গা থানায় মামলা হয়েছে।


পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]