বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭

চাঁদা না পেয়ে গুলি করলো ইউপিডিএফ


খাগড়াছড়ির পানছড়িতে চাঁদা না পেয়ে বাসাবাড়িতে ঢুকে অতর্কিত গুলি চালালো পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসীরা। উপজাতীয় এই সন্ত্রাসী গোষ্ঠীটি বেশিরভাগ বাঙালিদের টার্গেট করলেও এবার তাদের চালানো গুলিতে গুরুতর আহত হয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী ত্রিপুরা সম্প্রদায়ের এক যুবক। বুধবার রাত ৯টার দিকে উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির প্রফুল্ল কার্বারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম জীবন ত্রিপুরা (৩২)। তিনি একই এলাকার প্রফুল্ল ত্রিপুরার ছেলে। জীবন ত্রিপুরা হাত ও বুকে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে আশঙ্কা অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসী সূত্রে যায়, বুধবার দিবাগত রাতে ইউপিডিএফের ৩/৪জন সন্ত্রাসী চাঁদার দাবিতে জীবন ত্রিপুরার বাড়িতে আসে। এসময় চাঁদা দিতে অস্বীকার করলে তাকে নিজ আঙিনায় ইউপিডিএফ সন্ত্রাসীরা অতর্কিত গুলি করে। এতে তিনি হাতে ও বুকে গুলিবিদ্ধ হয়।

গুলির শব্দে পাড়া-প্রতিবেশীরা ছুটে এসে অবস্থা গুরুতর দেখে তার নিকটাত্মীয়দের মোবাইলে খবর দেয়। খবর পেয়ে দেবরঞ্জন ত্রিপুরা ও ধনরঞ্জন ত্রিপুরাসহ এলাকাবাসীর সহযোগিতায় আহত যুবককে কাঁধে নিয়ে প্রায় ঘণ্টাখানেকের পথ পাড়ি দিয়ে মরাটিলা এলাকায় এসে সিএনজি যোগে রাত ১২টায় খাগড়াছড়ি সদর হাসপাতালে পৌঁছে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও তার অবস্থা গুরুতর দেখে রাত ৩টার দিকে চমেক হাসপাতালে প্রেরণ করে। 

দেবরঞ্জন ত্রিপুরা ও ধনরঞ্জন ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিরাপত্তা বাহিনী সূত্রগুলো নিশ্চিত করেছে, জীবন ত্রিপুরাকে ইউপিডিএফ সন্ত্রাসীরাই গুলি করেছে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: ইরফানুল ইসলাম জানান, এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ নিয়ে থানায় আসেনি।


পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]