সোমবার, ৬ নভেম্বর, ২০১৭

পাহাড়ে উপজাতি দলগুলোর কৌশল পরিবর্তন

নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারি ও অব্যাহত অভিযানের ফলে জনবিচ্ছিন্ন হয়ে অনেকটা কোনঠাশা অবস্থায় পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় আঞ্চলিক দলগুলো সশস্ত্র কার্যক্রম পরিচালনা করছে। বর্তমান সময়ে সশস্ত্র দল সংগঠনগুলো তাদের চাঁদাবাজি, গুম-খুন, অপহরণ ও সশস্ত্র কার্যক্রম পরিচালনায় নতুন কৌশলের আশ্রয় নিয়েছে। চাঁদা আদায়ে এই পাহাড়ি সন্ত্রাসীরা এখন আর আগের মতো নিজেরা প্রকাশ্যে আসবেনা বলে সিদ্ধান্ত নিয়ে এই অপকর্মে একশ্রেণীর অর্থলোভী কিছু বাঙ্গালী যুবককে কাজে লাগাচ্ছে। বাঙ্গালী সম্প্রদায়ের মাঝে অর্ন্তকোন্দল সৃষ্টির কাজেও ব্যবহার করা হচ্ছে এইসব বাঙ্গালী যুবকদের। প্রচুর পরিমাণ অর্থ দেওয়াসহ অনেকাংশে প্রাণনাশের হুমকি দিয়ে এইসকল যুবকদের দ্বারা অপকর্মগুলো করাচ্ছে বলে জানাগেছে। রোববার খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে বাঙ্গালী এক যুবককে আটক করার এমনই তথ্য পেয়েছে নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, রোববার দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারে ব্যবসায়ীদের চাঁদা আদায় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে চাঁদা আদায়ের সময় মো. ওয়াহিদুজ্জামান (৩২) নামে এক চাঁদা কালেক্টরকে হাতেনাতে আটক করা হয়েছে। সে মাটিরাঙ্গার পলাশপুর গ্রামের মৃত: হাবিবুর রহমানের ছেলে ও ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক।

এ সময় তার কাছ থেকে চুক্তিবিরোধী ইউপিডিএফ’র চাঁদা আদায়ের দুটি রশিদ ও নগদ ৯‘শ ৩০টাকা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক মো: ওয়াহিদুজ্জামানকে বিকালের দিকে মাটিরাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে বলে নিরাপত্তাবাহিনী সুত্রে জানা গেছে।

জানা গেছে, ভাড়ায় চালিত মোটর সাইকেল চালানোর পাশাপাশি মো: ওয়াহিদুজ্জামান দীর্ঘদিন ধরে ইউপিডিএফ‘র পক্ষে ব্যবসায়ী ও কৃষকদের কাছ থেকে চাঁদা আদায় করতো। বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো: জাকির হোসেন বলেন, আটক মো: ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

স্থানীয় বিভিন্ন সূত্রগুলো জানিয়েছে, নিজেদের অস্থিত্ব টিকিয়ে রাখার স্বার্থে এবং সশস্ত্র কার্যক্রম পরিচালনায় কৌশল পরিবর্তন করে স্থানীয় দরিদ্র শ্রেণীর এক শ্রেণীর যুবকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের মাধ্যমে নানা ধরনের অস্ত্র-শস্ত্র সংগ্রহ ও নির্দিষ্ট্য কিছু বাঙ্গালী এলাকা থেকে নিয়মিতহারে চাঁদা আদায় করাচ্ছে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীরা। এই যুবকদের বড় একটি অংশ বাঘাইছড়ি এলাকায় কাজ করছে বলে জানাগেছে। অপর একটি অংশ খাগড়াছড়ির কয়েকটি উপজেলায় ছদ্মবেশে কাজ করে যাচ্ছে কয়েক বছর যাবৎ।

সুত্রঃ ChtTimes24


পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]