বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

শান্তিচুক্তি দিবসকে ঘিরে জেএসএসের চাঁদাবাজী

পাহাড়ে শান্তি চুক্তি দিবস পালনকে ঘিরে জেএসএসের ব্যাপক চাঁদাবাজীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখা। আগামী ২রা ডিসেম্বর শান্তি চুক্তি দিবসকে ঘিরে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস রাঙামাটির জেলা জুড়ে চাঁদাবাজীর মহাউৎসব চালাচ্ছে। তাদের চাঁদাবাজী থেকে রেহাই পাচ্ছে না পাহাড়ী বাঙালী ব্যবসায়ী কেউই। অস্ত্রের ভয় দেখিয়ে হুমকি ধামকি দিয়ে মোটা অংঙ্কের চাঁদা আদায় করছে, নিম্ন আয়ের ব্যবসায়ী থেকেও কমপক্ষে পাঁচশত টাকা করে চাঁদা নিচ্ছে, রাঙামাটির ঘাগড়া বাজারের এক দোকানদার জানান তার থেকে ৩০,০০০ টাকা চাঁদা নেয় জেএসএসের সন্ত্রাসীরা।

এভাবে পুরা জেলায় ব্যাপক হারে চাঁদা নিচ্ছে, চাঁদা না দিলে তাদের ব্যবসা হুমকিতে পড়বে ও ব্যবসা করতে দিবে না, এই ভয়ে চাঁদা দিচ্ছে সাধারণ পাহাড়ী বাঙালী সকল ব্যবসায়ীরা, যেই শান্তি চুক্তি দিবসকে ঘিরে এই চাঁদাবাজী, সেই চুক্তিতে শর্ত ছিলো তারা চাঁদাবাজী করবে না। অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবন জাপন করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা আগের চাইতেও বেশী অস্ত্র মজুদ করছে। চাঁদাবাজী, অপহরন, গুম, খুন করেই যাচ্ছে। শান্তি চুক্তির উদ্দ্যেশ্য ছিলো পাহাড়ে শান্তি আনা, শান্তি চুক্তিতে উপজাতীয়দের প্রতিনিধি হিসেবে জেএসএস প্রধান শন্তু লারমা স্বাক্ষর করেন।

কিন্তু সেই জেএসএস শান্তি আনার জন্য তো চেষ্টা দূরের কথা, অস্ত্রের মজুদ দিন দিন বাড়াচ্ছে, জেএসএসেরর নির্যাতন চাঁদাবাজী থেকে পাহাড়ী বাঙালী কেউ রেহাই পাচ্ছে না। পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখা কর্তৃক আমরা এই চাঁদাবাজীর তিব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে প্রশাসনকে অনুরোধ করছি পাহাড়ের উপজাতী বাঙালী ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার জন্য এবং যে বা যারাই চাঁদাবাজীর সঙ্গে জড়িত তাদের কে আইনের আওতায় আনার জন্য ।

লেখক: মোঃ জাহাঙ্গীর আলম, আহ্বায়ক পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, রাঙামাটি জেলা শাখা ।


পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]