শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

উপজাতি-বাঙ্গালীদের মধ্যে একাত্বতায় না পৌছার কারন উপজাতিদের মিথ্যাচার

ছবিতে স্বপরিবারে যে লোকটিকে দেখছেন তার নাম Ahmed Aman Masud বাম পাড়ার আদর্শে দীক্ষিত এই উচ্চ শিক্ষিত লোকটি "মাইজদী"র বাসিন্দা। যার ডাক নাম হচ্ছে "বিপ্লব"। শিক্ষা-দীক্ষায় অতিরিক্ত জ্ঞানে পান্ডিত্ব্য অর্জন পূর্বক নীতি -আদর্শের চৌকাঠ মারিয়ে ইনি মানবাধিকার রক্ষার কর্মে নিয়োজিত রয়েছেন। ভাবছেন, এই সমস্ত উচ্চ পন্থী লোককে নিয়ে কেন লিখছি? কারনতো দাদা অবশ্যই আছে! এই বিপ্লব সাহেব পার্বত্য বিষয়ে নিয়মিত একজন অনলাইন লেখক। আমার প্রায় দুই বছরের অবজারভেশনে একজন পার্বত্য উপজাতির চাইতেও তাকে পার্বত্য উপজাতিদের পক্ষে বেশি লিখতে দেখেছি। প্রথম দিকে নাম এবং লেখা দেখে বুঝেছিলাম এইডিটি সম্ভবত কোন উগ্র উপজাতি চালায়। কারন, মুসলিম নামে এমন উপজাতীয় শত শত ফেইক আইডি আছে। যারা পার্বত্য বাঙ্গালী পরিচয় ধারন করে সমতলের মানুষদের কাছে পার্বত্য বাঙ্গালী বিরোধী সেন্টিমেন্ট তৈরী করছে। ধরণা করেছিলাম বিপ্লব সাহেবের আইডিটি সেই ধাচের কোন ফেইক আইডি। কিন্তু, তা নয়। এরপর বুঝলাম লোকটি সম্ভবত না জেনে এবং না বুঝে মিথ্যাচার করছে। তাও. কিন্তু নয়। জানতে পারলাম, লোকটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ে মস্ত বড় জ্ঞানী। জন্মসূত্রে পাহাড়ি হয়ে, পাহাড়ে বসবাস করে আমরা পার্বত্য পরিস্থিতি যতোটুকু না জানি তার চেয়েও বেশি ইনি এবং ইনারা জানেন।

অতপরঃ জানলাম ইনি শন্তু, উষাতনদের ছায়ায় লালিত একজন। এই লোকটি সম্পর্কে এই জন্যই লিখছি যে, অতিরিক্ত মানব দরদী ছদ্দবেসে এই সমস্ত বাম পাড়ার লোকেরা পাহাড়ে সাম্প্রদায়িক উসকানি দিয়ে আসছে। মূলতঃ এরা এক জাতের ধান্দাবাজ। আমরা পাহাড়ে উপজাতি-বাঙ্গালী এক কাতারে আসতে পারিনা এই সমস্ত লোকদের মিথ্যাচারের কারনে। 

একটু খেয়াল করুন, এরা পশ্চিমা নীতি আদর্শ দীক্ষিত, নয় ৭১ এর চেতনা। বাংলাদেশে যারা বাম রাজনীতির সাথে সম্পৃক্ত এবং চেতনা ব্যবসায় জরিত তাদের কেউই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করেনা। ৭১ এর চেতনায় কি পশ্চিমাদের রাজনীতির আদর্শ ছিলো? সুতরাং এরাই হলো আমাদের দেশে প্রকৃত রাষ্ট্রদ্রোহী। এরা চাই পার্বত্য চট্টগ্রাম পশ্চিমাদের আদলে গঠিত একটি নতুন রাষ্ট্র হোক।

তাই, সমতলের দেশপ্রেমিক বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে পার্বত্য বিষয়ে মুসলিম পরিচয়ে উপজাতীয় সন্ত্রাসীদের পক্ষে অনলাইনে লিখছে এই সমস্ত ব্যক্তি হতে সাবধান। এরা দেশ ও জাতির শত্রু। এরাই জ্ঞান পাপী এবং মানবতা বিরোধী লোক।

লেখক: আবু উবাইদা


পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]