রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

উপজাতিদের ম্যাগপাই রেস্টুরেন্ট বয়কট করুন

রাঙ্গামাটি শহরের প্রানকেন্দ্র বনরুপা। বনরুপায় অন্যতম নামকরা প্রসিদ্ধতম রেস্টুরেন্ট হলো "ম্যাগপাই"। ছবিতে খাদ্যের যে ম্যানুটি দেখছেন সেটা ঐ রেস্টুরেন্টেরই ম্যানু। খেয়াল করুন খাদ্যের নামের শিরোনামে উল্লেখ আছে "Tribal Menu/আদিবাসী ম্যানু"। ইংরেজি Tribal শব্দের বাংলা অর্থ হলো উপজাতি এবং Indigenous শব্দের অর্থ হলো আদিবাসী। কিন্তু রেস্টুরেন্টটির খাদ্যের ম্যানুতে Tribal Menu শব্দের বাংলা লিখেছে আদিবাসী ম্যানু। কারনটা কি? আমাদের দেশে আদিবাসী বলতে কোন জাতি-গোষ্ঠী নেই সেটা রাষ্ট্রের সংবিধান কর্তৃক সুস্পষ্ট। এদেশে বাঙ্গালী জাতি ব্যতিরেখে যারা আছেন তারা সংবিধান অনুযায়ী ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী। পার্বত্য শান্তি চুক্তি যদি ধরি তবে পাহাড়ে যারা আছেন তাদের পরিচয় উপজাতি। সুতরাং রাষ্ট্রের সংবিধান এবং পার্বত্য শান্তি চুক্তি দুটো অনুযায়ীই পাহাড়ে কোন আদিবাসী নেই। তবে স্পেশাল আদিবাসী ম্যানু এই রেস্টুরেন্টে আসলো কোথা হতে?

রেস্টুরেন্টের মালিক খাদ্যের ম্যানুতে আদিবাসী শব্দটি ইচ্ছাকৃত ভাবে দিয়েছেন নাকি অনিচ্ছাকৃত ভাবে দিয়েছেন সেটাই এখন প্রশ্ন। যদি তিনি অনিচ্ছাকৃত ভাবে দিয়ে থাকেন তবে তাকে দ্রুত ম্যানুটি পরিবর্তন করতে বিনীতভাবে অনুরোধ করছি।

আর যদি ইচ্ছাকৃত ভাবে দেওয়া হয়ে থাকে তবে রাঙ্গামাটির জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। দয়াকরে আপনারা দ্রুত রাষ্ট্র বিরোধী সংবিধান পরিপন্থি এই শব্দ ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

রাঙ্গামাটি শহরের দেশপ্রেমিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে এই রেস্টুরেন্টের মালিক যদি ম্যানুর নামটি পরিবর্তন না করে তবে আপনারা এই রেস্টুরেন্টকে পাবলিকলি বয়কট করুন, এটা কিন্তু অবহেলার বিষয় নয়। আমাদের রাষ্ট্রের অস্তিত্ব্যের বিষয়।

লেখক: আবু উবাইদা


পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]