বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮

পাহাড়ে উপজাতি জঙ্গির হাতে বাঙালী হত্যার বিচারের ইতিহাস আছে কি?

১০ জানুয়ারি ২০১৫ অাচমকা সন্তু লারমার জেএসএস সন্ত্রাসীরা রাঙ্গামাটি শহর রণক্ষেত্র করে। ইস্যু রাঙ্গামাটি মেডিকেল কলেজ পূর্ণবাস্তবায়ন বানচাল করা। কারণ তারা পূর্বে থেকে মেডিকেল কলেজ স্থাপনের বিরুদ্ধাচার করে অাসছে হুমকি প্রদর্শন করে। প্রধানমন্ত্রী মেডিকেল কলেজ ভিডিও কনফারেন্সর করে উদ্বোধন করবেন। তাই ক্ষমতাশীল অাওয়ামীলীগ হুমকি দামকি দিয়ে একক ভাবে মাঠে নামে জেএসএস’র সাথে পাল্লা দিয়ে কাঙ্ক্ষিত যাত্রা সফল করবেন সহজ ভাবে। বিভিন্ন উপজেলা থেকে লাঠি ক্যাডার এনেছে অাওয়ামীলীগ। কিন্তু জেএসএস পিসিপি কান্টার মারমুখী অাচরণে অাওয়ামীলীগ সড়ক ত্যাগ করতে বাধ্য হয়। ভাগিস জেএসএস তাদের অস্ত্রসজ্জিত নিয়ে মাঠে অাসেনি অাসলে অন্যকিছু হতে পারতো। উচিত ছিলো সেই দিন অাওয়ামীলীগ বিএনপি ভাগ না করে সবাই ঐক্যবদ্ধ ভাবে জেএসএস সন্ত্রাসীদের মোকাবেলা করা। রাঙ্গামাটি নানিয়ারচরের মনির পিসিপি’র হামলায় মাটিতে ছিটকে ছিলো অনেকক্ষণ। মনিরের শেষ ঠিকানা হয় হাসপাতাল, ২২ দিন পরে মনির চির বিদায়। মনিরের বাবাও সেই জেএসএস সন্ত্রাসী কর্তৃক অপহৃত হয়ে শেষ নিঃশব্দ ত্যাগ করে।
রাঙ্গামাটি প্রশাসন জড়িত সন্ত্রাসীদের অাইনের অাওতায় অানতে ব্যর্থ হয়। কারণ তারা পার্বত্য অাঞ্চলিক পরিষদ ও দুইএক রাজনৈতিক কর্তার বাহিরে যেতে ইচ্ছুক নয়। পরিশেষ হত্যাকান্ডের কোন বিচার হয়নি। পূর্বের কোন ইতিহাসও নেই যে জেএসএস, ইউপিডিএফ’র হাতে হত্যারশিকার হয়ে ক্ষতিপূরণ সহ বিচার পেয়েছে। সবকিছু সমাপ্তি- এখন যা হচ্ছে মাঠে ময়দানে তা কেবল সান্ত্বনা মাত্র। সন্ত্রাসীরা রাঙ্গামাটি বনরূপা বাজার এখনও জনসমাবেশ সহ প্রশাসনের নাকের ডগায় চলাফেরা করে। সেই দিন অামিও অল্পর জন্য রক্ষা পেয়ে যায়, না হয় এতোদিনে মনিরের মতো চির বিদায় হতো। সেই ভয়াবহতা অাজও ঘুমের ঘরে গায়ের লোম মাতিয়ে যায়। ১০ জানুয়ারি ২০১৫ রাঙ্গামাটির অাকাশ বাতাস ভারী হয়, রক্তের গন্ধ সড়কে পথযাত্রীদের মনে ভয় সৃষ্টি করে। অার ঝটিকা ঝটিকা হামলায় নিস্তেজ হয় শক্তি প্রদর্শন। অবশ্য পরে পরিবেশ অন্য কায়দাতে শান্ত হয়। পেদানির খেয়ে ক্ষমতাশীল অাওয়ামীলীগ ইঁদুরের মতো গর্তে ডুকে যায়। মাঝপথে বিপদে পড়ে নিরীহ মানুষ, সড়কের পথচারী, অন্যদিকে জেএসএস অার প্রশাসনের জ্বালে বন্দী হয় বাঙ্গালী অান্দোলন। পার্বত্য চট্টগ্রাম প্রশাসন বলতে জেএসএস-ইউপিডিএফ।

লেখক: সোহেল রিগ্যান


পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]