মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

ইউপিডিএফ’র কমান্ডার একে-২২ রাইফেলসহ গ্রেপ্তার

পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি ইউএসএ তৈরি অত্যাধুনিক একে-২২ রাইফেল ও বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদসহ দুই ইউপিডিএফ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত আড়াইটার দিকে রামগড়ের দুর্গম প্রেমতলা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। নিরাপত্তাবাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাত আড়াইটার দিকে সিন্ধুকছড়ি সেনাজোনের উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাহ উদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনী ও রামগড় থানার পুলিশের একটি বিশেষ দল রামগড় উপজেলার দুর্গম প্রেমতলায় অভিযান চালায়। পরে প্রেমতলা এলাকায় জনৈক উপজাতির একটি ঘরে তল্লাশি চালায়। এ সময় দুই সন্ত্রাসী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন সুজন চাকমা (২৮) ও আব্বাই মারমা (৩৩)। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই ঘরে তল্লাশি চালিয়ে একটি ইউএসএ তৈরি একে-২২ রাইফেল, একটি এলজি, একটি ছোট এলজি, একে-২২ রাইফেলের ম্যাগাজিন ১টি, একে-২২ রাইফেলের গুলি ১০ রাউন্ড, এলজির বুলেট ৪ রাউন্ড ও একটি রামদাসহ ইউপিডিএফ’র চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়।

 অভিযানে অংশগ্রহণকারী রামগড় থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু বকর ছিদ্দিক জানান, রাত আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

লেখক: মুজিবুর রহমান ভুইয়া


পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]