খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা সূর্য্য বিকাশ চাকমা(৫০) নিহত হয়েছে। সোমবার (১৬এপ্রিল) বিকাল ৩টার দিকে জেলা সদরের আপার পেড়াছড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত সূর্য্য বিকাশ চাকমা সাবেক খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৩টার দিকে ৭/৮জন অস্ত্রধারী সন্ত্রাসীরা সূর্য্য বিকাশ চাকমাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ সংবাদ লেখা পর্যন্ত সূর্য্য বিকাশ চাকমার লাশ উঠোনে পড়ে ছিল। স্থানীয় লোকজন এ বিষয়ে মুখ খুলছে না। খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমেদ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ড নিয়ে কোন পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে দুপুরে খাগড়াছড়ির পানছড়িতে বাবু চাকমা নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে পানছড়ি কলেজের সামনে থেকে অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে আহত করে সন্ত্রাসীরা। আহত বাবু চাকমা ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের নেতা বলে জানা গেছে।
প্রসঙ্গত, বৈসাবি উৎসবের সময় খাগড়াছড়ি ও রাঙামাটিতে ইউপিডিএফ (প্রসীত) ইউপিডিএফ (বর্মা) ও জেএসএস (এমএন) গ্রুপের মধ্যে বিচ্ছিন্ন হামলা-পাল্টা হামলায় বেশ কয়েকজন নিহত ও অপহরণের ঘটনা ঘটে।
·
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা
· পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:
·
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা
· পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস
[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস
ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত
বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও
সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও
প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম
জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায়
শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে
ক্ষুদ্রতম এক প্রয়াস]