বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

পার্বত্য চ‌ট্টগ্রা‌ম ও কাশ্মী‌রের ‌প্রেক্ষাপট ও ই‌তিহাস সম্পূর্ণ ভিন্ন

কাশ্মী‌রের দোহাই দি‌য়ে যারা পার্বত্য চ‌ট্টগ্রা‌মের স্বাধীনতার দাবী‌কে বৈধ করবার চেষ্টা করছে এবং সেনা অবস্থা‌নের বি‌রো‌ধিতা ক‌র‌ছে তাদের জন্য এই লেখা‌টি। ‌কিছু লোক না বু‌ঝে, আবার কেউ বু‌ঝে-শু‌নেই কাশ্মী‌রের দোহাই দি‌য়ে অপপ্রচার কর‌ছে যে, যেই বাঙ্গালীরা কাশ্মী‌রে সেনা অবস্থা‌নের বিরু‌দ্ধে অবস্থান নি‌য়ে‌ছে তারা পার্বত্য চ‌ট্টগ্রা‌মের সেনা অবস্থা‌নের বি‌রোধীতা ক‌রে না কেন? তারা আ‌রো বল‌ছে, যে বাঙ্গালীরা কাশ্মী‌রের স্বাধীনতা চা‌চ্ছে, তারা পার্বত্য চ‌ট্টগ্রা‌মের স্বাধীনতার বি‌রো‌ধিতা কর‌ছে কেন? কিছু লোক এভা‌বে সাধারণ মানুষ‌কে বিভ্রান্ত করবার চেষ্টা কর‌ছে। আস‌লে তা‌দের এসব কথা ও দাবী যে কতটা অ‌যৌ‌ক্তিক, উ‌দ্দেশ্যপ্র‌ণো‌দিত এবং অন্যাহ্য সেটা নিম্নের পার্থক্য থে‌কে প‌রিষ্কার হ‌বে আসা কর‌ছি-

১, কাশ্মীর ছিল স্বাধীন রাজ্য, একটা চু‌ক্তির মাধ্য‌মে ভার‌তের সা‌থে একীভূত হ‌য়েছিল। কিন্তু পার্বত্য চ‌ট্টগ্রা‌ম পূর্ব থে‌কেই বাংলা‌দে‌শের অংশ ছিল, এখনও আ‌ছে, কখনও স্বাধীন কিংবা স্বায়ত্বশা‌সিত ছিল না। 

২, কাশ্মীরীরা হ‌চ্ছে ভূ‌মি সন্তান অর্থাৎ কাশ্মী‌রের ভূ‌মির মা‌লিক কাশ্মী‌রিরা। তারা ওখানকার স্থায়ী বা‌সিন্দা। তা‌দের চৌদ্দ পুরুষ ওখানকারই। কিন্তু পার্বত্য উপজা‌তিরা হ‌চ্ছে ব‌হিরাগত। পার্বত্য চ‌ট্টগ্রা‌মের ভূ‌মির মা‌লিকও তারা নয়। তা‌দের পূর্বপুরুষ ব‌হিরাগত, অর্থাৎ তা‌দের অ‌রি‌জিন মিয়ানমার, চীন প্রভৃ‌তি দেশ। ওখান থে‌কে তারা পার্বত্য চ‌ট্টগ্রা‌মে অস্থায়ী নিবাস ক‌রে‌ অাজ ভূয়া আ‌দিবাসী দাবী কর‌ছে। তারা পার্বত্য চ‌ট্টগ্রা‌মের আদীবাসী জন‌গোষ্ঠী নয়, বরং দখলদার উপজা‌তি। 

৩, কাশ্মী‌রের অভ্যন্তরীণ বিষ‌য়ে ভার‌তের হস্তক্ষেপ করা বেআইনী, যেহেতু চু‌ক্তিই ছিল ৩টি বিষয় ছাড়া কাশ্মীরীরা সকল বিষ‌য়ে স্বাধীনতা ভোগ কর‌বে এবং ভারত তাতে হস্তওক্ষপ করওত পার‌বে না। তাছাড়া নে‌হেরুও কাশ্মীরী জনম‌তকে উপেক্ষা কর‌বে না ব‌লে ঘোষণা ক‌রে‌ছিল। কিন্তু পার্বত্য চ‌ট্টগ্রা‌ম না স্বাধীন, আর না স্বায়ত্বশা‌সিত। শুরু থে‌কেই এটা বাংলা‌দে‌শের অ‌বি‌চ্ছেদ্য অংশ ছিল। সূতরাং এখা‌নকার সব বিষ‌য় নিয়ন্ত্রন ও হস্ত‌ক্ষেপ করবার আইনগত বৈধতা বাংলা‌দেশ সরকা‌রের র‌য়ে‌ছে, যেভা‌বে অন্যান্য জেলা ও অঞ্চ‌লে নিয়ন্ত্রন ও হস্ত‌ক্ষেপ ক‌রে থা‌কে রাষ্ট্র। 

৪, বাংলা‌দে‌শের য‌শোর, খুলনা, বগুড়া, গা‌জিপুর, টাঙ্গাইল, না‌টোরসহ বি‌ভিন্ন জেলায় সেনাক্যাম্প র‌য়ে‌ছে। এমন নয় যে শুধু পার্বত্য চ‌ট্টগ্রা‌মেই সেনা ক্যাম্প আ‌ছে। যেভা‌বে অন্যান্য জেলায় সেনা ক্যাম্প র‌য়ে‌ছে ঠিক একইভা‌বে রাঙ্গামা‌টি, খাগরাছ‌ড়ি ও বান্দ‌রবানেও র‌য়ে‌ছে। 

৫, বাংলা‌দে‌শে ক‌য়েকবার সেনাবা‌হিনী না‌মি‌য়ে চি‌হ্নিত বহু সন্ত্রাসী‌কে ক্রস ফায়‌ার বা অন্যান্য উপা‌য়ে দমন করা হ‌য়ে‌ছিল। ঠিক একইভা‌বে পার্বত্য চ‌ট্টগ্রা‌মেও যখন সন্ত্রাস মাথা চাড়া দি‌য়ে উ‌ঠে তখনও সেনাবা‌হিনী মা‌ঠে না‌মে সন্ত্রাস দমন করবার জ‌ন্যে। যেমন গত ক‌য়েক‌দিন পূ‌র্বে উপজা‌তিরা কো‌নো কারণ ছাড়াই একজন সেনা‌ সদস্য‌কে হত্যা ক‌রে‌ছে। 

প‌াঠক, ব‌লেন তো পার্বত্য চ‌ট্টগ্রা‌মের উপজা‌তিদের সা‌থে কোথায় বৈষম্য করা হল?  সমত‌লে যেমন, পার্বত্য অঞ্চ‌লেও তেমন। 

১৯৪৮ সা‌লের পূ‌র্বে কাশ্মীর স্বাধীন রাজ্য ছিল। সূতরাং কাশ্মীরী জনগণ স্বাধীনতা অথবা স্বায়ত্বশাসন চাওয়ার অ‌ধিকার রা‌খে। এছাড়াও এই অ‌ধিকা‌রের প্র‌তিশ্রু‌তি নে‌হেরুও তাদের দি‌য়ে‌ছিল। ভার‌তের সা‌থে চুুক্তবদ্ধ হওয়ার পর থে‌কে আজ অবধী সেই স্বাধীন কাশ্মী‌রের জনগ‌ণের উপর ভারতীয় দখলদার বা‌হিনীর নির্যাতন-নিপীড়ন কতটা মর্মা‌ন্তিক ও বেদনাবহ সেটা সবারই জানা। কিন্তু পার্বত্য চ‌ট্টগ্রা‌মে উপজা‌তিরাই বরং বাঙ্গালীদের উপর দমন পীড়ন চালি‌য়ে থা‌কে। 

সূতরাং যারা কাশ্মী‌রের দোহাই দি‌য়ে পার্বত্য চ‌ট্টগ্রা‌মে সেনা অবস্থা‌নের বি‌রো‌ধিতা ক‌রছে কিংবা উপজা‌তি সন্ত্রাসবাদ দম‌নের বি‌রোধীতা ক‌রছে তারা হয় অজ্ঞ ও মূর্খ, অথবা তা‌দের র‌য়ে‌ছে ভিন্ন উ‌দ্দেশ্য। তারা মূলত পার্বত্য চ‌ট্টগ্রা‌ম নি‌য়ে বড় ধর‌ণের ষড়যন্ত্রে লিপ্ত।


পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]