বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

উপজাতি ইউপি চেয়ারম্যান বিক্রি করলেন সরকারি বিনামুল্যের সোলার


বান্দরবান পার্বত্য জেলার দুর্গম পাহাড়ী এলাকার রুমায় উপজেলাধীন ৪নং গ্যালেংগ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈউসাই মারমা বিরুদ্ধে সরকারের বিনামূল্যে বরাদ্দকৃত সোলার প্যানাল ও দুস্থ মহিলাদের ভিজিডি কর্মসূচি বিতরনের ব্যাপক ভাবে অনিয়ম ও দুর্নীতি অভিযোগ করেছেন স্থানীয় উপকারভোগীরা। স্থানীয়রা জানায় ২০১৭-২০১৮ অর্থ বছরের দৃস্থ মহিলাদের ৩০৩ জন মধ্যে ৮জন উপকারভোগীর জমাকৃত অর্থের জনপ্রতি প্রাপ্য ৪৮০০ টাকা করে ৩৯৪০০ (উন্নচল্লিশ হাজার চারশত) সঞ্চয় টাকা চেয়ারম্যান শৈউসাই মারমা আত্মসাৎ করে নেন। বর্তমান সরকারের পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় দুর্গম পাহাড়ী এলাকার গ্রামের গ্রামের বিনামুল্যে সোলার প্যানাল স্থাপন জন্য জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা ওয়ারী তালিকায় তৈরি সম্পন্ন পর এলাকায় বিনামূল্যে সোলার প্যানাল বিতরণ উদ্যোগ নেয়া হয়। এতে রুমা উপজেলাধীন ৪নং গ্যালেংগ্যা ইউনিয়নের ৪০০ টি পরিবার জন্য সোলার প্যানাল বরাদ্দ দেয়া হয়। তার মধ্যে পুর্নবাসন পাড়ার ৪৫ টি পরিবার থেকে সোলার প্যানেল প্রদানের নামে চেয়ারম্যান প্রতি পরিবার থেকে ২০০০(দুই) হাজার টাকা করে নেয়ার পর ১৫ টি পরিবারকে সোলার প্যানাল প্রদান করেন চেয়ারম্যান শৈউসাই মারমা।

 অন্য ৩০ টি পরিবার থেকে বিতরণ নামে ৬০ (ষাট) হাজার আত্নসাৎ এবং ছাও পাড়া ৯ টি পরিবার থেকে ১৬ (ষোল) হাজার টাকা ও লিয়াকক পাড়া ১১ টি পরিবার থেকে ১৬৫০০ (ষোল হাজার পাঁচশত) চিনি পাড়া ৬ টি পরিবার থেকে ১২০০০ (বার হাজার) টাকা আত্নসাৎ নেয়ার অভিযোগ করেন স্থানীয় সাবেক মেম্বার উচমং মারমা ও ৩৬৪ নং গ্যালেংগ্যা মৌজার প্রধান হেডম্যান মেনরথ ¤্রাে।

অভিযোগকারী উচমং মারমা বলেন, অত্র ইউনিয়নের সরকারের বিনা মূল্যে বিতরণ করার জন্য সোলার প্যানাল গুলো অন্য উপজেলা থানছি বলিপাড়া বাগান পাড়া সাইবাইঅং মারমা পিতা ক্যসাপ্রু মারমা অবৈধ ভাবে বিক্রির করে চলছে। প্রতি সোলার প্যানাল ১৫ হাজার টাকা করে চন্দ্র সেন চাকমা, চন্দ্র চাকমাা ,জসিম, তপন বলিবাজার(থানছি) নিকট বিক্রির অভিযোগ করা হয়েছে জেলা প্রশাসক ও সোলার প্যানাল বরাদ্দকৃত প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব নিকট।

এবিষয়ের ৪ নং গ্যালেংগ্যা ইউপি চেয়ারম্যান শৈউসাই মারমা সাথে মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ পর ও মুঠো বন্ধ পাওয়ায় তার বক্তব্য দেয়া যায়নি।

বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো: শফিউল আলম স্থানীয়দের অভিযোগ আবেদন পাওয়া সত্যতা স্বীকার করে বলেন, সরকারের বরাদ্দকৃত সোলার প্যানাল ও দুস্থ নারীদের চাউল বিতরণ অনিয়ম ও আত্মসাৎসহ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ কথা বলেছেন তিনি।

পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]