রমেল চাকমা ইউপিডিএফের কুখ্যাত চাঁদাবাজ সন্ত্রাসী। মহালছড়ি নানিয়ারচর সড়কে চাঁদাবাজীর নেতৃত্ব দিতো সে। বিচ্ছিন্নতাবাদী ইউপিডিএফ এর চাঁদা কালেকটর। প্রধান আসামী হিসেবে ধরা পড়ার পর নিরাপত্তা বাহিনীর জিজ্ঞাসাবাদে সে স্বীকারও করেছে, সেসব কথা। তবে রমেলের বিশেষত্ব অন্য স্থানে। তাকে ইউপিডিএফের নির্ধারিত চাঁদা দিলেই চলতো না। রমেল, নির্ধারিত চাঁদার চেয়েও বেশী দাবী করতো। না দিলে সন্ত্রাস সৃষ্টি করতো। ২৩ জানুয়ারি মহালছড়ি সড়কে মালভর্তি ট্রাকগুলো সন্ত্রাসীদের নির্ধারিত চাঁদা দিয়েই চলছিলো। কিন্তু রমেল তাদের থামিয়ে নিজের জন্য অতিরিক্ত চাঁদা দাবী করে। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা সে চাঁদা দিতে না চাওয়ায় দুই ট্রাক ভর্তি মালামাল সমেত পুড়িয়ে দেয়। এতে শতাধিক ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়ে।
তার মতো ভয়ানক এক সন্ত্রাসীর মৃত্যুর বিষয়েটি নিয়ে পাহাড়ী সন্ত্রাসী সংগঠনগুলো যেভাবে রাষ্ট্রীয় ভীত নিয়ে জলঘোলা করতে শুরু করেছে, তাতে তাদের আসল চেহারা উন্মোচিত হতে শুরু করেছে। ইতিমধ্যে কিছু চিহ্নিত বাঙ্গালী বুদ্ধিজীবি রমেলকে নিজের ছেলে বলে যে কান্নাকাটি শুরু করেছেন, যা তাদের অবৈধ পরিবারে জন্মানো উচ্ছন্নে যাওয়া ছেলেদের রুপই প্রকাশ করেছে মাত্র। তাদের সাথে যারা আবেগে ভেসে যাচ্ছেন, তাদের জন্য করুনা এজন্য যে, তারা একই সাথে একটা চাঁদাবাজের জন্য কান্না করছেন, তাকে নিজেদের ছেলের স্থানে এনে ভাবছেন, নিহত বাঙ্গালী ছেলেকে 'কোথাকার কোন স্যাটেলার' যাতীয় উপাধিতে এনে মানবতাকে একই স্থানে দাফন করেছেন, দেশের সেনাবাহিনীকে অপমানের আগে দ্বিতীয়বার ভাবেননি, বিচ্ছিন্নতাবাদী উপজাতিদেরকে 'আদিবাসী' বলায় সায় দিয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন করে পার্বত্য চট্টগ্রামকে খন্ড করার চক্রান্তে তাপ দিচ্ছেন।
সকল তথ্য ও উপাত্তের সাথেই ডিবেট করতে হবে চক্রান্তকারীদের। যারা পার্বত্য যোদ্ধাদের আইডি ব্লক করে দিয়ে মনের মাধুরি মিশিয়ে বাঙ্গালীকে উত্তেজিত করে, নতুন করে সন্ত্রাসী রমেল ইস্যুতে মাঠ গরম করতে চাচ্ছেন, তারা হয়তো ভুলে গেছেন বর্তমান পার্বত্য সচেতন তারুন্যের শক্তি। ভুলে গেলে দয়া করে মনে করার চেষ্টা করুন। আসুন মাঠে, দেখা হবে, কথা হবে। চা খেতে চাইলে খাওয়া হবে- যে ভাবে চান সেভাবেই।
একটা সন্ত্রাসীকে সন্তান বানাবেন, কিন্তু পীতৃত্বের দায় নেবেন না, তা কি হয়? পাহাড়ের চাঁদাকে কেন্দ্র করে ঘটনা ঘটবে, চাঁদা নিয়ে কথা না বলে মৃত চাঁদাবাজকে নিয়ে রাষ্ট্রীয় ভীত সরিয়ে দেয়ার আবেগ তৈরি করবেন?
পার্বত্য চট্টগ্রামে উপজাতি
সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:
·
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা
· পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস
[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস
ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত
বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও
সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও
প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম
জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায়
শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে
ক্ষুদ্রতম এক প্রয়াস]