বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮

মাটিরাঙ্গার নিখোঁজ তিন যুবককে উদ্ধারে ২৪ ঘন্টার আল্টিমেটাম: থানায় জিডি


খাগড়াছড়ির মহালছড়ির মাইসছড়িতে নিখোঁজ হওয়া মাটিরাঙ্গার তিন বাঙ্গালী যুবককে উদ্ধারে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে উদ্ধারে ব্যর্থ হলে বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালনেরও ঘোষণা দিয়েছে সংগঠনটি। মঙ্গরবার সন্ধা সাড়ে ৭টার দিকে মাটিরাঙ্গায় এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি ইঞ্জি: মো. লোকমান হোসেন। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সসমাবেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের খাগড়াছড়ি জেলা সভাপতি মোঃ হারুন মিয়া ও পিবিসিপির মাটিরাঙ্গা পৌর সভাপতি মো. জালাল আহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে সহস্রাধিক মানুষের অংশগ্রহনে বিশাল বিক্ষোভ মিছিল মাটিরাঙ্গা বাজারের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা কিছু সময়ের জন্য খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক বন্ধ করে দেয়।

এদিকে মঙ্গলবার বিকালের দিকে নিখোঁজ যুবক সালাহ উদ্দিনের বাবা মো. খোরশেদ আলম ড্রাইভার মহালছড়ি থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। সাধারণ ডায়েরীতে খোরশেদ আলম তার ছেলে সালাহউদ্দিন ও মহরম মিয়া ও বাহার আলী সোমবার কাঠ ক্রয়ের জন্য মহালছড়ি যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে বলে উল্লেখ করেন।

প্রসঙ্গত, খাগড়াছড়ির মহালছড়ির মাইসছড়িতে কাঠ কিনতে গিয়ে দুইদিন দরে নিখোঁজ রয়েছে মাটিরাঙ্গার দুই ক্ষুদ্র কাঠ ব্যবসায়ীসহ তিন বাঙ্গালী যুবক। নিখোঁজের ত্রিশ ঘণ্টা পরেও তারা উদ্ধার না হওয়া উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে রয়েছে তাদের পরিবার-পরিজন।


পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]